জলতরঙ্গ
জয়শ্রী কর

জলতরঙ্গের মধুর ধ্বনি  
হৃদয় হরণ করে,
অনুরণন চলতে থাকে
খুশির ঝরনা ঝরে ।

তারের ওপর করস্পর্শে
সৃষ্টি হবে ধ্বনি,
জলভর্তি পাত্র থেকেও
জলতরঙ্গ  শুনি।

বীণা-এস্রাজ বেশ সুরেলা
দারুণ মনোহারি,
শ্রীকৃষ্ণের ওই বংশীবাদন
ভুলতে কি আর পারি?

নারীর ভূষণ সোনার কাঁকন
কী অপরূপ লাগে,
প্রেমিক-কানে রিনিকঝিনিক
জলতরঙ্গ বাজে।