যোগব্যায়াম
জয়শ্রী কর

শরীর গঠন করে
খেলাধুলা যোগাসন
রোজ তাই মাঠে যাই
একান্ত প্রয়োজন।

যোগাসনে দেহ মন
হয়ে যায় নির্মল
ক্ষমতা বৃদ্ধি পায়
বেড়ে যায় মনোবল ।

একমনে কর ধ্যান
ফল পাবে নিশ্চয়
চঞ্চলতাও ক্রোধ
দ্রুত বশীভূত হয়।

চিত্ত শান্ত হবে
প্রাণায়াম কর যদি
সাধনার ফলাফল
পাবে তুমি নিরবধি।

প্রতিদিন নিয়মিত
কর যদি অভ্যাস  
বিকশিত অন্তর
পাবে এই বিশ্বাস ।

© জয়শ্রী কর