জ্ঞানী গুণী
জয়শ্রী কর
জ্ঞানী মানুষ দেশের জন্য
ঐক্য আনতে পারে
জ্ঞানের আলো জ্বালতে গেলে
নিভায় বারেবারে।
লোভী মানুষ বড়ই চতুর
বিভেদ সৃষ্টি করে
কেমন করে স্বার্থসিদ্ধি
তার কৌশল গড়ে।
যুদ্ধবাজের বিকৃত মন
জ্বলছে এ পৃথিবী
সত্যিকারের সুস্থিতি চায়
প্রাজ্ঞ বুদ্ধিজীবী।
বুদ্ধিজীবী সংখ্যালঘু
লড়াই করেন তাঁরা
সত্যের পথ বড়ই কঠিন
এটাই কর্মধারা।
সাধনা দেয় মুক্তির স্বাদ
দূর করে দেয় গ্লানি
আপন চেষ্টায় অর্জিত হয়
এটাই মাতৃবাণী ।
সবাই জানি মানবহৃদয়
দুঃখ ব্যথায় ভরা
কেবলমাত্র সুস্থ চিন্তা
কাটিয়ে দেবে খরা।
© জয়শ্রী কর