জীবনসাথি
জয়শ্রী কর
প্রেমের ডোরে বেঁধেছিল পরকে আপন করে
সুখ-পাখিটা উড়াল দিল রইল না আর ঘরে।
সুর তুলে যায় বীণার তারে
আঘাত হানে বারেবারে
নয়নের ঘুম নিল কেড়ে সদা অশ্রু ঝরে
প্রেমের ডোরে বেঁধেছিল পরকে আপন করে।
প্রেমের ভোরে বেঁধেছিল পরকে আপন করে
কুসুমকুঁড়ি ফুটিয়েছিল কত সোহাগ ভরে।
ফুলের মালা নিয়ে হাতে
এসেছিল গভীর রাতে
নিন্দা অপমানের বোঝা দিয়েই গেল সরে
প্রেমের ডোরে বেঁধেছিলো পরকে আপন করে।
প্রেমের ডোরে বেঁধেছিল পরকে আপন করে
সুখের স্মৃতি মনে পড়ে শিশিরভেজা ভোরে।
গানের কলি বাজছে কানে
চায় না ফিরে পিছন পানে
ব্যাকুল হৃদয় গুমরে মরে দিবারাত্র ধরে
প্রেমের ডোরে বেঁধেছিল পরকে আপন করে।