জীবনযুদ্ধ
জয়শ্রী কর

সত্যপথে হাঁটতে গিয়ে
জীবনযুদ্ধে লড়ি
সত্য পারে প্রাণ বাঁচাতে
গর্বে এগোয় তরি।

সত্যটাকে আগলে রেখে
টেনেই চলছি ঘানি
দূর হয়ে যায় রাত্রে যত
দিনের ক্লান্তি গ্লানি।

ফুলের মতোই শিশু নিষ্পাপ
শেখাও সত্য যা তা
দুঃসময়ে রইবে পাশে
ধরেই একটি ছাতা।

ধূপ না জ্বাললে কেমন করে
পাবে ধূপের গন্ধ
উঠুক গর্জন চতুর্দিকে
কে ভালো কে মন্দ।

দণ্ড যদি দাও আমাকে
নেব নত শিরে
সত্য হল আনন্দময়
পালিশ করা হিরে।

© জয়শ্রী কর