ঝিনুকের বাস অতলে
জয়শ্রী কর

ঝিনুকের বাস অতল সাগরে
চরে নিয়ে আসে ঢেউ
প্রাণহীন দেহ এখন তো ওর
সে ব্যথা বোঝে না কেউ।

বালুচরে কেউ থাকে মুখ গুঁজে
কেউ হাঁটে কিনারায়
কী ভাষায় ওরা করে যোগাযোগ
মনোভাব বোঝা দায়।

বিরহী-বিহগ ডেকে ডেকে সারা
তবুও পায় না দেখা
হতাশায় পাখি পাতার আড়ালে
তরুশাখে ব'সে একা।

প্রিয়ম ঝিনুক কুড়োবার ছলে
আসে সাগরের তটে
আজ দেরি কেন, হয়তো পড়েছে
রাস্তায় যানজটে।

সুনীল সাগর বড় উচ্ছল
ঢেউ আসে অবিরত
বালুকাবেলায় করে প্রণিপাত
উঁচু শির অবনত।

প্রভাতবেলায় অরুণকিরণে
জলরাশি ঝলমল
ওই তো সুজন ঝিনুক কুড়োয়
ফিরে পায় মনোবল।

© জয়শ্রী কর