জয়শ্রী কর
ঝড়ের তান্ডব নৃত্য

বাতাস তুমি ডানা ছাড়া ওড়ো কেমন করে ?
চোখে তোমায় যায় না দেখা কাঁপাও ঘূর্ণিঝড়ে।
লন্ডভন্ড করেই তুমি আড়ালে যাও চলে
অনন্যোপায় গৃহহারা দুর্যোগের কবলে।


কোথায় ঠান্ডা বাতাস

আমার কোনও আকৃতি নেই তবুও থাকি পাশে
কখন আমি মৃদুমন্দ, কখনো উল্লাসে।
যখন তোমরা হাঁপিয়ে ওঠো তখন আমায় ডাকো
খোলা মাঠে দাড়াও গিয়ে সারা অঙ্গে মাখো