ঝরাপাতা
জয়শ্রী কর

হেমন্তিকা বিদায় নিল শীতের পালা শুরু
জীর্ণ পাতার দিন ফুরোল বুকটা দুরুদুরু।
একে একে পড়ছে খসে হাওয়ায় কেঁপে কেঁপে
জন্মদাত্রী তাকিয়ে আছে বুকের ব্যথা চেপে।
পুরোনো যায় নতুন আসে যায় না রোখা তারে
পলে পলে অদৃশ্য হয় বলবে সে বা কারে।
মাটির সাথে মাটি হয়ে যাবে এবার মিশে
সবাই এখন মাড়ায় ওদের দুই পা দিয়ে পিষে।