ঝরা পাতা
জয়শ্রী কর

সময় হলে হলুদ পাতা
যেমন ঝরে পড়ে
এই ধরণির বুক থেকেও
তেমনি যাব সরে।

হৃদয় হতে হারিয়ে যাবে
আমার কান্না হাসি
যদি হারাই আঁধার রাতে
ফুটবে তারা রাশি।

ছিন্ন পাতায় সাজিয়ে নিয়ে
যাবে মরণ পারে
স্রোতের টানে ছুটবে তরি
বিলাপ বীণার তারে।

কোন কিনারায় ঠেকবে তরি
কোন সাগরের কূলে
মাটির সাথে মিশবে দেহ
ভরবে বনফুলে।

এ  সংসারে কেউ কারো নয়
সময় যখন আসে
ভূলোক ছেড়ে যেতেই হবে
রবে না কেউ পাশে।

© জয়শ্রী কর