কালবৈশাখী ঝড়

কালবৈশাখী ঝড় বাজ পড়ে কড়কড়
নৌকা বুঝি তলিয়ে যাবে বিষম বিপর্যয়।
বিশাল বিশাল ঢেউ পার পাবে না কেউ
পদ্মপাতায় জলের ফোঁটা দুরন্ত প্রলয়।

ঘূর্ণিঝড়

ঘূর্ণিঝড়ে এক লহমায় লুটায় অহংকার
তবুও মানুষ বড়াই করে আপন ক্ষমতার!
ভয়ে সবাই সিঁটিয়ে থাকে কখন কী ঝড় বয়
দুর্ঘটনা ঘটতে পারে কে অমর অক্ষয়।

#জয়শ্রী কর