যার ব্যথা সেই বোঝে
জয়শ্রী কর
মানবজীবনে জমে প্রতিদিন ব্যথা
পরতে পরতে তার কত জটিলতা।
তবু হেসেখেলে বেশ দিন কেটে যায়
জমানো ব্যথার কথা আড়ালে লুকায়।
পুঞ্জিত বেদনার মেলে না আভাস
সকলের নিকটে তা করে না প্রকাশ।
জীবন দুর্বিসহ আঘাতে আঘাতে
চিরসাথি হয়ে রয় আপনার সাথে।
অপরের ব্যথা দেখে যাই ব্যথা ভুলে
বাঁচার রসদ খুঁজি সুরে গান তুলে।
শয়নে স্বপনে যেন সুর খুঁজে পাই
মুখ বুজে সহা ছাড়া আর পথ নাই।
করুণাকেতনে তাই দিনে রাতে স্মরি
হাসিমুখে নেচে গেয়ে নাম গান করি।
ব্যথার পাহাড়চূড়া যায় নাকো দেখা
নিরালায় মনে মনে ভাবি বসে একা।
যখন আঘাত পাই মাতি নানা কাজে
চিত্তবীণার তারে শত সুর বাজে।
প্রসবের কত ব্যথা সহে অকাতরে
সন্তান বোঝে না তা আসে না গোচরে ।
© জয়শ্রী কর