জন্মদিন মন রঙিন
জয়শ্রী কর
ন্যুব্জ হলেও জন্মদিনে
ঠোঁটে ফোটে রাঙা পলাশ,
কেকে লেখা 'হ্যাপী বার্থডে'
বাল্যকালের মিষ্টি আভাস।
পুরনো সব স্মৃতিগুলো
জন্মদিনে নতুন লাগে,
কত রঙিন হতো এ মন
ছোটো হবার ইচ্ছা জাগে।
এই ভুবনে কতো হাসি
ওড়ে মায়ের আঁচলখানি,
নতুন সূর্য আলো দিয়ে
বুকের 'পরে নেবে টানি।
যাচ্ছে যত বয়স বেড়ে
মনবিহঙ্গ উথালপাতাল,
ভরে আসে নয়ন নীরে
পড়ন্ত রোদ এখন বিকাল।
জন্মদিনের তারিখ এলেই
লতার মতো জড়িয়ে ধরে,
ফুলের মতো নাতি নাতনি
হামি দিয়ে আদর করে।
© জয়শ্রী কর