জন্মদাত্রী মা
জয়শ্রী কর

জন্মদাত্রী মা রয়েছে
আমার হৃদয়জুড়ে
বর্ণমালার বর্ণগুলো
বাজে গানের সুরে।

মানুষ গড়ার কারিগর মা
আমার প্রথম গুরু
লেখপড়া সেলাই শেখা
মায়ের কাছেই শুরু।

শত দু:খ বিপদ মাঝে
স্মরণ করি মা কে
সাহস জোগায় আমায় তখন
আসেপাশেই থাকে।

সকালবেলা থালি হাতে
যেত ঠাকুরঘরে
পুজো শেষে নকুলদানা
দিত হাতে ভরে।

জীবনতরির মাঝি মা যে
বারে বারেই খুঁজি
সারাজীবন ভক্তিভরে
মায়ের চরণ পূজি।

© জয়শ্রী কর