##জয়শ্রী কর##
জানলে কেমন করে
লকডাউনে সেজেগুজে
কোথায় যাবি পুষি?
প্রেমিকা কি দাঁড়িয়ে আছে
লাগছে খুশি খুশি।
ছ'টার সময় আসার কথা
মিনিটপাঁচেক বাকি
কেমন করে বুঝলে তুমি?
লজ্জা কীসে ঢাকি!
মুচকি হেসে পুষি বলে
বন্দিজীবন ঘরে
একটুখানি ঘুরে আসি
সবার অগোচরে।
জোড়ে জোড়ে হাঁটছে পথে
মুখে জালতি এঁটে
আমারও তো ইচ্ছে করে
বেড়াই হেঁটে হেঁটে।