তোমার চরণে জানাই বিনম্র প্রণাম-
##জননী আমার##
-তোমার জয়া
মাগো তুমি কেমন আছো
যায়নি কতদিন
স্বপ্নে তোমায় দেখেছি আজ
আবছা অমসৃণ।
বাধানিষেধ চলছি মেনে
পেরোইনি চৌকাঠ
ইচ্ছে করে শুরু করি
আবার প্রথম পাঠ।
ফেলে আসা দিনের কথা
পড়ছে মনে আজ
সবার ওঠার আগেই সারা
প্রাতঃকালীন কাজ।
চিমুটিয়ায় শিবের মাথায়
ঢালতে তুমি জল
আঁচল ধরে সঙ্গে যেতাম
কন্যারা উচ্ছল।
তোমার সাথে মামাবাড়ি
স্মৃতি রোমন্থন
ঘরের ভিতর গল্প করে
কাটত সারাক্ষণ।
ডাকলে এখন পাইনা সাড়া
বন্ধ দুটি চোখ
তোমার দিকে মন পড়ে রয়
চাপি দুঃখ শোক।
##জয়শ্রী কর