জানালা খোলা
আমার ঘরের জানালাটা খোলা রাখি
রাত-কুয়াশার সহজ অনুপ্রবেশ
বায়ু চলাচলে থাকে না তো কোনো বাধা
ঘরের ভিতরে প্রাকৃতিক পরিবেশ।
জানালা নেই
দরজা রয়েছে বাতায়ন নেই কোনো
দিন না রাত্রি বুঝবে কেমন করে
ঘুলঘুলি দিয়ে কতটুকু আলো পাবে
নিজের ছায়াও পাবে না কোথাও ঘরে।
@জয়শ্রী কর