জলাভূমি ১
জলাভূমি প্রয়োজন, না-হোক ফসল
পরিযায়ী পাখিদের শুনি কোলাহল।
জল চাই, ভূমি চাই, চাই জলাশয়
পৃথিবীকে ঠিক রাখা, ভাবার বিষয় ।
জলাভূমি ২
কিষানের কিষানির চোখে নাই ঘুম
শীতকালে মাঠজুড়ে ধান-কাটা ধুম।
জলাভূমিতেই দেখি কলমি ও ঘাস
কত কীট, কত মাছ করে বসবাস।
@জয়শ্রী কর