তুমি তো নও বন্দি কোথাও দাও না তবু ধরা
পুজোমণ্ডপ করছে খাঁ-খাঁ নয়কো হাসিভরা।
ওইখানেতে কত গল্প মধুর স্মৃতি আঁকা
পুজো এলে বাদ্যি বাজে তোমার পাশে থাকা।
বিশ্বজুড়ে মহামারি ব্যাকুল হয়ে ডাকি
মুখ ফিরিয়ে রইলে তুমি দিলে এবার ফাঁকি।
বিষম জ্বালা বন্দি ঘরে আনন্দ নেই মনে
এমন করুণ দৃশ্য দেখে অশ্রু আঁখিকোণে।
অত্যাচার ও অনিয়মের দুর্বিপাকে পড়ে
দুঃসময়ে নিজে নিজেই কোথায় গেলে সরে?
দূষণমুক্ত হলাম খানিক তোমার আশিস পেয়ে
এ দুর্দিনে বাঁচাও তুমি সবার দিকে চেয়ে।
পথপাশে যে ফুল ফোটে তাতেই সাজাই ডালি
ভক্তিভরে মাগো তোমার চরণতলে ঢালি
তোমার উপস্থিতিটুকু জাগায় সাড়া প্রাণে
যত ব্যথা সব ভুলে যাই ভরাই গানে গানে।
এখন বুঝি মগ্ন ধ্যানে চাইছো সবার ভালো
বিশ্ব থেকে সরিয়ে দিয়ো কুজঝটিকার কালো।