ইচ্ছে ডানায় ভাসা
জয়শ্রী কর

নব নব কত আশা জেগে উঠে মনে
উড়তে পারি না কেন ভাবি ক্ষণে ক্ষণে।
গাছগাছালির পাতা সবুজ কেমন
শাখাপ্রশাখায় চলে পাখির কূজন।

যুগযুগান্ত ধরে ওইসব প্রাণী
ডানা মেলে উড়ে যায় করে কানাকানি।
পৃথিবীতে বিধাতার একী লীলাখেলা
কেউবা রাজাধিরাজ কেউ হেলাফেলা।

ওড়ার বাসনা জাগে যায় নাকো ওড়া
ডানাহীন মানবের ভূতলেই ঘোরা।
মনে মনে ভাবি যাব সিন্ধুর তীরে
জলে ভেসে যায় তরি শত বাধা চিরে।

চিন্তার শেষ নেই সারাদিন রাত
কেন আমি অপারগ, মন্দ বরাত।
চোখ বুজে ভেসে যাই মহা উল্লাসে
সময় কাটাই আমি অক্ষর চাষে।

কতবার ভাবি আমি উড়ে যাই ঝড়ে
মায়ের শক্ত হাত ধরে অগোচরে।
বসুন্ধরার বুকে করি বসবাস
হেসে খেলে কেটে যায় হই না হতাশ।

© জয়শ্রী কর