হৃদয়হরণ ফুল

গ্রীষ্মকালে জারুল ফোটে
হিজল দোদুল দুল
মিষ্টি শিসে ভরায় তখন
মৌটুসী বুলবুল।

বর্ষাকালে কদম-কেয়া
শরৎকালে কাশ
শেফালিকার মিষ্টি সুবাস
সুরম্য বেশবাস।

স্বর্ণচাঁপা-জুঁই-কেতকী
ভরায় সবার মন
রজনি-বেল-হাসনুহানায়
ভ্রমরের গুঞ্জন।

শীতের পরশ পেলেই ফোটে
রংবেরঙের ফুল
নদীর চরে মাঠের পাশে
পিকনিকে মশগুল।

হৃদয় জুড়ায় অশোক শিমুল
কৃষ্ণচূড়ার রূপ
পলাশ বলে আমিও আছি
সর্বদা রই চুপ।

@ জয়শ্রী কর