* হেমন্তের প্রভাত
হেমন্তিকার প্রভাতবেলা শিশিরভেজা পায়ে
মেঠোপথে হাঁটছি আমি হালকা চাদর গায়ে।
হিমের কণা মেখে
জন্মভূমির অপূর্ব রূপ যাচ্ছি আমি দেখে।
ঘাসে ঘাসে জমা শিশির যেন হিরের কণা
রবির আলোয় উদ্ভাসিত যায় না তারে গনা।
লক্ষ মাণিক জ্বলে
শাপলা-শালুক ছড়ায় হাসি দিঘির কালো জলে।
পথের পাশে লজ্জাবতী মিষ্টি হাসি হাসে
সোহাগ করে একটু ছুঁলে চক্ষু বুজে আসে।
পুষ্প জেগে থাকে
'আর ছুঁয়ো না এখন মা-কে' বলে নজর রাখে।
গাছের ডালে দুটি কোয়েল কী কথা যায় বলে
তাকিয়ে থাকি ওদের পানে চরণ নাহি চলে।
বড়ই ভালোবাসে
সাড়া পেয়ে এক নিমেষে হারিয়ে গেল কাশে।
হংস যুগল করছে কেলি নয়নজুলির বুকে
ঘরে ফেরার সময় হলেও দেখি তৃপ্তিসুখে।
চতুর্দিকে সাড়া
প্রকৃতিও উঠছে সেজে উঠছে জেগে পাড়া।
#জয়শ্রী কর