হেমন্তের অনন্য রূপ
জয়শ্রী কর
মেঘ নেই একটুও হিমেল বাতাস
সকালে শিশিরভেজা মখমলে ঘাস
সোনালি ধানের ক্ষেত রোদে ঝলমল
খুশির প্লাবন আনে নতুন ফসল ।
প্রভাতে বাতাসে ভাসে হালকা কুয়াশা
মাঠের ফসল দেখে জাগে মনে আশা
মরাই ভর্তি হবে ফলেছে যে ঢের
জোগাবে পেটের ভাত সব মানুষের।
চাষির বাঁকেতে ধান বাজে ঝমঝম
কাঁধে নিয়ে হেঁটে যায় শীতেও গরম।
পাখিদের কলতান কানে আসে ভেসে
খুঁটে খুঁটে ধান খায় ঝাঁকে ঝাঁকে এসে।
ইঁদুর ঘাপটি মেরে গর্তেতে থাকে
শিষ কেটে গর্তেই জমিয়ে সে রাখে।
গুনগুন গান গেয়ে উড়ে আসে অলি
ফুল আর মধুপের ভাব গলাগলি।
গঙ্গাফড়িং এসে বসে তার পাশে
জড়িয়ে আদর করে বড় ভালোবাসে।
ছয় ঋতু পৃথিবীকে ভরে লালিমায়
হেমন্ত বাংলায় আবেশ ছড়ায়।
© জয়শ্রী কর