হেমন্তকাল
জয়শ্রী কর
হেমন্ত নিয়ে আসে শীতের বার্তা
বদলায় বাংলার সমাজজীবন
ভোরের আকাশে ভাসে হালকা কুয়াশা
হিমেল বাতাসে ওঠে পাতায় কাঁপন।
রাতের শিশিরে ভেজা মাঠঘাট ঘাস
প্রকৃতি বিরাজ করে বিচিত্র সাজে
মাঠের সোনালি ধান উঠবে গোলায়
কৃষক কাস্তে হাতে মাঠে যায় কাজে।
শেফালি-কামিনী-বেলা দোল খায় শাখে
টগর-বকুল-যূথি ফুটে রয় মেলা
মধু আহরণে রোজ মৌমাছি আসে
বুলবুলি-টুনটুনি ডালে করে খেলা।
পাকা ধান ঘরে ওঠে খুশি জাগে মনে
নবান্ন উৎসব গ্রামে ঘরে ঘরে
গৃহিণীরা চাল কুটে ঢেঁকি ওঠে নামে
উঠোনেতে আলপনা পূজাপাঠ করে।
©জয়শ্রী কর