হঠাৎ দেখা
জয়শ্রী কর
ছেলেবেলায় স্কুলে যেতাম
ভীষণ মজা হত
খেলাধুলা ছোটাছুটি
বন্ধু ছিলো কত।
বড় হয়ে যে যার কর্মে
হলাম নিয়োজিত
কারুর সাথে হয় না দেখা
এখন নিয়মিত।
হঠাৎ একদিন দেখা হল
পথে সখীর সাথে
কী রে আমায় চিনতে পারিস
এগিয়ে ধরি হাতে।
মুখের পানে চেয়ে বলে
কলেজ-বন্ধু বীণা
চলার পথে দেখা হল
ভাবতে তো পারছি না।
এখনো তুই আগের মতোই
লাগছে যেন পরি
চল দুজনে দোকানে যাই
গল্পগুজব করি।
© জয়শ্রী কর