হারিয়ে গেছে কতকিছু
জয়শ্রী কর
পাকাঘরের ঘুলঘুলিতে
বাঁধে না আর চড়ুই ঘর,
উঠোনজুড়ে যায় না শোনা
কিচিরমিচির কণ্ঠস্বর ।
শালিক পাখির ঝগড়া শুনে
প্রভাতবেলা ভাঙত ঘুম,
গাছেরতলায় উড়ত যখন
বাজত নূপুর ঝুমুর ঝুম ।
অনেক পাখি বিলুপ্ত আজ
উঠছে বাড়ি কাটছে গাছ,
কত পশু কীটপতঙ্গ
যায় না দেখা নাদুস মাছ।
আকাশেপথে উড়ে বেড়ায়
সকাল সাঁঝে বকের ঝাঁক,
মাঝে মধ্যে যাচ্ছে শোনা
বুলবুলি আর পেঁচার ডাক।
বায়ুদূষণ হচ্ছে ভীষণ
তাইতো ঘুঘু পাচ্ছে ভয়,
ঘরের ভিতর বাসা বেঁধে
করে আমার চিত্ত জয়।
© জয়শ্রী কর