.
হারিয়ে গেছে গল্পগুজব
জয়শ্রী কর
পাড়ায় পাড়ায় গল্পগুজব হয় না বিকেলবেলা
খোকাখুকু মাঠে গিয়ে করে না আর খেলা।
নেই মনে সুখ, মাতামাতি
হারিয়ে গেছে বন্ধু সাথি
এ' দুর্দিনে মুখে কুলুপ দিন কাটে একেলা।
পথপানে চেয়ে থাকি আসে না কেউ ঘরে
স্বজন সুজন সবাই যেন যাচ্ছে দূরে সরে।
দুর্বিষহ জীবনযাপন
বন্দি হয়ে ভাবছি এখন
পাশে গিয়ে বসব কখন মাকে আঁকড়ে ধরে।
পথ চলা খুব ভীতিপ্রদ লাগবে ছোঁয়া গায়ে
তাই দূরত্ব বজায় রেখে হাঁটছি পায়ে পায়ে।
ধরতে পারে ছোঁয়াচে রোগ
মানুষের তাই এত দুর্ভোগ
খাদ্যশস্য কিনছে সবাই গোল-দাগে দাঁড়ায়ে।