হরেকরকম পাতা
জয়শ্রী কর
বইয়ের পাতা গাছের পাতা পাতা হরেকরকম
শয্যা পাতা আসন পাতা অতিথি আপ্যায়ন
কাজলাদিদি তাকিয়ে থাকে খোলা চোখের পাতা
পাতায় টুনি বাসা বেঁধে কাটায় সুখে জীবন।
পাতায় পাতায় খুশির দোলা বাড়ায় চোখের জ্যোতি
কবিতা-গান-ছড়া লিখে ভরাই খাতার পাতা
বাংলা বর্ণমালার কাছে ভীষণভাবে ঋণী
সবার জন্য এসব লেখা নেটের পাতায় গাঁথা।