* ##জয়শ্রী কর##
        গৃহবন্দি

তখন থেকে ভাবছে খুকু
বাইরে যেতে মানা
বন্ধুরা কেউ যায়নি মাঠে
একান্ন দিন টানা।

শিশু হৃদয় খুঁজে বেড়ায়
কোথায় খেলার সাথি
একঘেঁয়েমি বন্দিজীবন
কাটছে দিবস রাতি।

জেগে ওঠা স্বপ্নগুলো
উড়ছে এঁকেবেঁকে
মনের খোরাক মেটায় খুকু
খাতার পাতায় এঁকে।

জমছে মনে কষ্ট যত
বলবে ব্যথা কারে
সব শিশুরই একই দশা
দাঁড়িয়ে এখন দ্বারে।