গ্রামের বাড়ি
ছায়ায় ঘেরা রাস্তা ধরে যেতাম দেশের বাড়ি
গাঁয়ের পাশে কাঁসাই নদী পের হতো না গাড়ি।
পবন মাঝি বাইত তরি দিন কাটাতো সুখে
আলস্য নেই একটুও তাঁর গানের কলি মুখে।
হ্যারিকেনের আলোয় পড়া পায়নি তড়িৎ ছোঁয়া
পথের পাশে গাছের সারি উনুন থেকে ধোঁয়া।
উঠোনজুড়ে লাউয়ের মাচা আনাজ রকমারি সীমানাতে বাতাবি আম নারিকেলের সারি।
শীতের দিনে সবুজ কোথায় সোনালি ধান মাঠে ফসল কাটায় চাষিভাইদের মাঠেই সময় কাটে।
আলের ধারে ঘাসের লোভে চরে বেড়ায় ধেনু
পথের ওপর শুষ্ক পাতা রাখাল বাজায় বেণু।
চৈত্র মাসে শিবের গাজন বসে চড়কমেলা
নতুন বছর খুশির তুফান পড়ন্ত শেষবেলা।
বছর শেষে হাজির সবাই লুটতে মেলার মজা
গাজনমেলার বিশেষ মিষ্টি রসাল লাল গজা।
@ জয়শ্রী কর