গ্রাম বাংলার রসাল ফল
জয়শ্রী কর
গ্রাম বাংলার ঘরে ঘরে কত ফলের গাছ
গোয়ালভরা গরু আছে পুকুর ভরা মাছ।
সহজ পাঠে আমের সাথে প্রথম পরিচয়
গাছের তলায় আম কুড়াতে দারুণ মজা হয়।
ছড়া কেটে বলত ঠামা ফলের রাজা আম
গ্রীষ্মকালীন রসাল ফল কাজল কালোজাম।
আম জাম আর পাকা লিচুর তুলনাহীন স্বাদ
সবার সাথে ভাগ করে খাই কেউ পড়ে না বাদ।
চোষা ল্যাংড়া আম্রপালি আমের ভিন্ন নাম
পাকা আমের গন্ধে আসে নিশুত রাতে ভাম।
নাদুসনুদুস ফজলি আমের মালদা জেলায় বাস
গোলাপ-গন্ধ ছড়ায় বলে নামটি গোলাপখাস।
আলফানসো বেগমপুরীর যতই বাড়ুক দাম
দুধমাখানো ভাতের সাথে তৃপ্তিদায়ক আম।