গতিশীল জীবন
টিকটিক ক'রে ঘড়ি
বলে কানে কানে
সময়ের কত দাম
সকলে কি জানে?
চিকচিক করে বালি
সাগরের তটে
ঢেউগুলো ফেনা দিয়ে
ছবি আঁকে পটে।
কুলুকুলু বহে নদী
সাগরের টানে
গতিপথে বাধা পেলে
মাতে কলগানে।
পাড়ি দেয় রেলগাড়ি
যায় দূর দেশে
কত পথ পার হয়ে
পৌঁছায় শেষে।
ঝরঝর ঝরে বারি
তরুলতা জাগে
প্রাণ পেয়ে চাতকের
ওড়ে আগেভাগে।
@ জয়শ্রী কর