গরম চায়ে চুমুক
জয়শ্রী কর
চা আমার চাই সকাল সন্ধ্যা
তৈরি করেই খাই,
মনের খোরাক মিটাই ওতে
ওর বিকল্প নাই ।
একটু দেরি হয়ে গেলেই
মন করে আনচান,
স্নান সেরে তাই কেটলি বসাই
পক্ষী শোনায় গান।
চায়ের সাথে ঔষধ খাই
নেইকো ব্যতিক্রম,
বছর কুড়ি চলছে এমন
তাই আছি সক্ষম।
পুষ্প যেমন আলোর লাগি
চক্ষু মেলে চায়,
গরম চায়ে চুমুক দিলে
মনটা শান্তি পায়।