গিরগিটি
গিরগিটি তাঁর রং বদলায় ঝোপের অনুরূপ
আড়াল থেকেই উঁকিঝুঁকি শত্রুরা লোলুপ।
উপায় এটাই প্রাণ বাঁচাবার
নেউল, সর্প খোঁজে আহার
নড়নচড়ন নেইকো তখন কণ্ঠ রুদ্ধ, চুপ।
°°°°°°°°°°°°°
তরকারি নয় কয়লা খাবে
শোনো শোনো তেল না দিলে তরকারি বিস্বাদ
এর যে কোনও বিকল্প নেই কী করে দিই বাদ।
তেলের মূল্য ভীষণ চড়া
তেলবিহনে পুড়ছে কড়া
তরকারি নয় কয়লা খাবে, সব সাধ বরবাদ।