ঘুম ভেঙে যায় পাখির ডাকে
জয়শ্রী কর
সূর্য ওঠার অনেক আগেই
মোরগের ডাক কানে
প্রত্যুষে তাই ঘুম ভেঙে যায়
প্রভাতপাখির গানে।
দোয়েল শ্যামা বুলবুলিরা
নীড় ছাড়ে সকলে
দলে দলে হাঁসগুলো রোজ
সাঁতার কাটে জলে।
মৌটুসী খায় ফুলের মধু
উড়ছে ফুলে ফুলে
বক উড়ে যায় মাছের খোঁজে
প্রতীক্ষা ঠ্যাং তুলে।
পাখির ডাকে কর্ম শুরু
লন্ঠন জ্বালিয়ে
মা ঠাকুমা বাসন মাজে
পুকুরঘাটে গিয়ে।
মুক্ত হাওয়ায় সকালবেলা
হেঁটে বেড়াই মাঠে
অলির মতোই ফুলকাননে
আমার সময় কাটে।
© জয়শ্রী কর