* ঘুম ভাঙানিয়া
জয়শ্রী কর
প্রভাতবেলা মোরগ ডাকে
কা-কা করে কাক,
ফেলা খাবার খাবে খুঁটে
কর্কশ তাঁর ডাক।
টুনটুনি আর বুলবুলিরা
হরষে দেয় শিস,
দুটো দোয়েল গাছের ডালে
আড়ালে ফিসফিস।
চালের ওপর কাঠবিড়ালী
নাচে তাধিন ধিন,
অলসভাবে ঘুরে হুলো
কাটায় সারাদিন।
বউ-কথা-কও যখন আসে
এদিক-ওদিক চায়,
দেখার সুযোগ না দিয়ে ও'
কোথায় উড়ে যায়।