ঘুঘুরানির জন্মদিন
বুলবুলিরা বাগিচাতে করছে আয়োজন
ঘুঘুরানির জন্মদিনে সবার খুশি মন।
গাঁদাফুলের মালা গেঁথে ডাকে টিয়ার দল
বরণডালা সাজিয়েছি, লাঘবে গঙ্গাজল।
ময়না চড়ুই দোয়েল ফিঙে গাইছে নেচে গান
কোকিলকুমার গিটার হাতে দিচ্ছে তারে টান।
পায়রাগুলো বাসায় বসে শুধুই বকবকম
হুতুম পেঁচা ঝোপের আড়ে হুকোতে দেয় দম।
বিড়াল মাসি শালিখ পিসি উনুনে দেয় জ্বাল
রান্না হচ্ছে মাছ মাংস আলুর দম আর ডাল।
কয়েকটা কাক বলছে হেঁকে পাচ্ছি মিঠে ঘ্রাণ
রাখবো নাকো খামতি কোনো ভাঙছি মিঠা পান।
ঘুঘুরানির জন্মদিনে মুখর পরিবেশ
গানের জলসা চলতে থাকে হয় না যেন শেষ।
এবার শুরু খাওয়া দাওয়া বন্ধ কোলাহল
গোধূলিতে সপ্ত রঙে দিগন্ত ঝলমল।
@ জয়শ্রী কর