ঘাস যেন মখমল
জয়শ্রী কর

সারামাঠজুড়ে সবুজ গালিচা
অপরূপ ঝলমলে
সারাটা বছর রয়েছে বিছানো
ধরণির অঞ্চলে ।

পতিত জমিতে সহজে গজায়
নানান ঘাসের চারা
ডাঙায় বা জলে বেড়ে ওঠে ওরা
সহজে যায় না মারা।

দূর্বাঘাসের বহু গুণাগুণ
কাটা ঘায়ে উপশম
সারা দুনিয়ায় এর দেখা মেলে
নামটিও মনোরম।

কোনও যত্নের নেই প্রয়োজন
ঘাস হয় বারোমাস
তৃণভোজীদের খাদ্য এটাই
চাষি তাই করে চাষ।

কচি কচি ঘাস যেন কচি শিশু
মৃত্তিকা ওর মাতা
স্পর্শ পেলেই লজ্জাবতীর
পলকেই নত মাথা।

© জয়শ্রী কর