গরবিনি
জয়শ্রী কর

আমার ছেলের তুল্য কেহ নাই
কত মেয়ে ঘুরছে পথে সেরার সেরা চাই।

আর বোলো না ঢের হয়েছে ঢের
আসল স্বরূপ বেরিয়ে যাবে পাচ্ছি আগাম টের।

শুনিয়েছে বাইক আছে ওর
গাড়ি-বাড়ি বুক করেছে চাকরি ব্যাঙ্গালোর।

পণ বাগাবার ফেঁদেছে বেশ ছক
কালিমাতে ভরা হৃদয় বাহিরটা চকচক।

জন্মদাত্রী আহ্লাদে আটখান
অতি চালাক বাক্যবাগীশ খোয়ায় আপন মান।