গঙ্গাসাগরযাত্রা
জয়শ্রী কর

দুই দিকে দুই রবি-শশী নীল আকাশের কোলে
দুটোই দেখি নিষ্প্রভ বেশ নয় মোটে ঝলমলে।
আম্রশাখে ব্যাকুল স্বরে কোয়েল কারে ডাকে
থামে না সে ডেকেই চলে কেমনে একা থাকে।

বিহঙ্গেরা কুলায় ফিরে করছে কানাকানি
ক্ষণেক পরে ঘুমের দেশে স্তব্ধ তখন বাণী।
উড়ছে বনে জোনাকিরা ডাকছে পেঁচা গাছে
আদর মাখা চাঁদের চুমা, ও'তো সঙ্গে আছে।

নৌকাখানি চলছিল বেশ হঠাৎ গেল ঠেকে
যাবে না আর নৌকা এখন বলল মাঝি হেঁকে।
ঘন্টাখানেক ঠায় দাঁড়িয়ে জোয়ার আসতে দেরি
চাঁদের আলোয় ভাগীরথীর অপূর্ব রূপ ভেরি।

জোয়ার এলো কলকলিয়ে নৌকা ওঠে ভেসে
ঘন্টাদুয়েক পরে তরি ভিড়লো ঘাটে শেষে।
পাড় বরাবর মাইলদুয়েক হাঁটছি অন্ধকারে
অবশেষে পৌঁছে গেলাম গঙ্গাসাগর পারে।