গানের ভুবন
জয়শ্রী কর

গাইছে কে গান?
ঊষা উত্থুপ।
কান পেতে শোন
কথা নয় চুপ।

বাজছে কী তাল?
কাহারবা তো।
ঠিক বলেছিস,
তুই বাজা তো।

এবার গা তুই
ঠিক রেখে তান,
ভাবনা কীসের
শেষে দে টান।

গলাটা ছাড়
চড়াতে ধর,
অন্তরাতে
খুব নীচু স্বর।