ফুটপাত
জয়শ্রী কর
ফুটপাত মানুষের খুব প্রয়োজন
যাতায়াতে নিরাপদ বাঁচায় জীবন
ফুটপাতে পথশিশু ভিখারির বাস
দিন রাত কেটে যায় ভয়ে ফেলে শ্বাস।
ভূরিভূরি ব্যবসায়ী ফুটপাতে বসে
দেখেও দেখে না কেউ তোলা তুলে কষে।
প্রশাসন চোখ বুজে হাত পেতে থাকে
ভরবে কেমনে পেট তাই চোখ রাখে।
চিরকাল মানুষের হয় দুর্ভোগ
প্রহর গুনছে কবে কাটে দুর্যোগ।
মত্ত মাদল রোজ বাজিয়েই যায়
দুর্নীতি ছেয়ে গেছে এই দুনিয়ায়।
প্রাণটুকু হাতে নিয়ে করে পারাপার
নীরবে সহ্য করে এই অনাচার
মানুষ লোভের বশে থাকে পথ চেয়ে
ভোর না হতেই বসে ফুটপাত ছেয়ে।
আইনকানুন নেই অভাগা এ দেশে
নিয়মনীতিবিহীন যা সর্বনেশে।
হাঁটার জন্য পথ থাক খোলা থাক
জনতার কলরব ওরা নির্বাক।
© জয়শ্রী কর