ফিলিস্তিনীদের বাঁচান
জয়শ্রী কর
বাঁচান-বাঁচান, বাঁচুক ফিলিস্তিনী
এ অধিকার সবার আছে
মারণাস্ত্র তোমার কাছে
অস্ত্রশস্ত্রের পরিমাণও বেশি
যুদ্ধে কে মরে কে বাঁচে।
শান্তিপূর্ণ সহাবস্থান হলে
ঝরবে না প্রাণ আর অকালে
তালবাদ্য তালে তালে
কাটবে জীবন প্রীতিময় বন্ধনে
জয়টিকা ভালে ভালে।
করোনাতে মানুষ এখন কাবু
বিশ্বজুড়ে অতিমারি
অনেক বিধিনিষেধ জারি
গাজার ওপর তবুও রকেট হানা!
কে ছড়াবে শান্তিবারি?
সন্ধিস্থাপন অতীব জরুরি
জীবনহানি, বিভীষিকা
কীসের এত অহমিকা
পৃথিবীতে জীবন থাকুক টিকে
চাইছি পথনির্দেশিকা।