এসেছে বসন্ত
জয়শ্রী কর

ঝড় ঝঞ্ঝা যখন আসে
কুঁড়ির জাগে ভয়
বৃক্ষমাতা আগলে রেখে
একাই ব্যথা সয়।

কচিপাতার ঝলমলানি
ঠোঁটে নীরব হাসি।
গুনগুনিয়ে আসে ভ্রমর
বাজায় যেন বাঁশি

প্রেমের রেণু লাগবে গায়ে
গেলে পলাশ বনে
যখন হাঁটে ওপথ দিয়ে
হর্ষ জাগে মনে।

তরুর শাখে কোকিল ডাকে
সোহাগ মাখা সুরে
কার বিহনে এত ব্যাকুল
যায় কি শোনা দূরে।

রূপের মেলা রঙের খেলা
বসুন্ধরা মাঝে
প্রতীক্ষাতে রয় বিরহী
বুকে মাদল বাজে।

© জয়শ্রী কর