একুশ উনিশ
অমর মাতৃভাষা দিবস
ফাগুন মাসের আট
শহিদ-রক্তে সিক্ত হলো
সেদিন ঢাকার মাঠ।
ভারতবর্ষে ভাষা-শহিদ
কোন নারী প্রথম
উনিশে মে দেখেছিল
কমলার বিক্রম ।
এপার বাংলা ওপার বাংলা
বেদনা নিঃসীম
রফিক-সালাম এঁকে দিল
আলপনা রক্তিম।
অন্য ভাষার প্রবল চাপে
বাংলা মৃতপ্রায়
জাগো জাগো বাঁচাও বাংলা
জননী তাই চায়।