*##জয়শ্রী কর##
এখনই কর বিয়ে
এমন সুযোগ ছাড়িস না রে
করিস না রে ভুল
নে করে নে মালাবদল
সাক্ষী সিঁদুর ফুল।
এমন করে করলে বিয়ে
গড়বি ইতিহাস
পরে সুযোগ এলেও তখন
অমিল অবকাশ।
ফুলকাননে হোক না বিয়ে
বাড়িয়ে দিবি চা
শুরু হবে নতুন জীবন
সঙ্গী বাবা-মা।
বলে বলুক ওরা কৃপণ
জমায় টাকা সব
বুঝবে লোকে করোনা-ভয়
নীরবে বৈভব।
আলো-র চরণ পড়বে যখন
বাজবে বীণায় সুর
ফুল পাখিরা বলবে কথা
স্বপ্ন সুমধুর।