##জয়শ্রী কর##
করোনা নিয়ে
একগুচ্ছ হাইকু
চারিদিক শুনশান
সারাদেশে লকডাউন
উপরি আমফান।১
ঝকঝকে আকাশ
কাননে কুসুমকলি
দখিনা বাতাস।২
ভয়ে কাঁপে বুক
করোনা কোভিড-উনিশ
কেড়ে নিল সুখ।৩
চোখ ছানাবড়া
করোনা বিশ্বজুড়ে
কফিনে মড়া।৪
আতঙ্কিত দেশে
এ যে কঠিন পরীক্ষা
কবে হবে শেষ।৫
স্বস্তিতে নেই প্রাণ
তবু কান পেতে শুনি
ভোরে পাখির গান।৬
রাত যায় আসে দিন
বন্দিজীবন কষ্টকর
মানাই সমীচীন।৭