ইদে সংকল্প
জয়শ্রী কর
চাঁদ দেখে শুরু সমাপ্তি চাঁদ দেখে
উপবাস চলে করে না তা প্রত্যেকে।
প্রভাতে সেহরি সন্ধ্যায় ইফতার
নিয়ম কঠিন সারাদিন অনাহার।
ইদের নমাজ মসজিদে প্রার্থনা
আল্লার দোয়া চাই শুধু এক কণা।
সকলের তরে সকলে আমরা ভাই
সবাই আপন কোনো ভেদাভেদ নাই।
শপথ নিলাম দুর্দিনে র'ব পাশে
ওই দেখো চাঁদ শুনে হাসছে আকাশে।