এই পৃথিবী সবার জন্য
জয়শ্রী কর
করো না ভরাট জলাভূমি এইভাবে
ডাহুক-ডাহুকি কোথায় খাদ্য পাবে?
খাবারের খোঁজে কত পাখি উড়ে আসে
ওরা খায় মাছ-পোকা মহা উল্লাসে ।
খোলা মাঠ নেই উঠেছে ইটের বাড়ি
তাইতো দেখি না আর বকেদের সারি।
খাবারের খোঁজে জলে কাটে বারোমাস
দল বেঁধে আসে ওরা কত উচ্ছ্বাস।
নিরীহ বড়ই কেমনে বাঁচাবে প্রাণ
ওরা আছে বলে আমরাও গাই গান।
ঝোপেঝাড়ে বাসা সারাদিন ডেকে চলে
খিদের জ্বালায় পা দুটো ডুবিয়ে জলে।
কেউ তো বোঝে না ওদের মনের ব্যথা
অনুকরণীয় বকের সহিষ্ণুতা।
এই ধরণির হৃদয়ে বিপুল মায়া
সবার আবাস গাছপালা দেয় ছায়া।
ধরা মেতে ওঠে পাখিদের কলতানে
আমরা মানব ছুটি সুখ-সন্ধানে।
সবার জন্য আকাশ-পাহাড়-নদী
থাকে যেন প্রাণে ভালোবাসা নিরবধি।
© জয়শ্রী কর