এই মেয়েটা এলেবেলেটা ইস্কুলে তুই যাবি
দুপুরবেলা খেতে দিলে হাতটা ধুয়ে খাবি।
স্কুলে গেলেই বন্ধু পাবি করবি লেখাপড়া
দিদিমণি করবে আদর শিখবি কত ছড়া।
এই মেয়েটা বয়স কত কোথায় রে তোর বাড়ি
এতটা পথ একলা যাবি নেই কি কোনো গাড়ি?
দিদিকে তোর সঙ্গে নিবি সামনে পড়ে হাট
পথের পাশে দেখতে পাবি তেলিপুকুর মাঠ।
হাট পেরিয়ে বন পেরিয়ে কাঁসাই নদীর পাড়
নৌকো করে পেরোয় নদী মাঝির হাতে দাঁড়।
পথের পাশে পুকুর ডোবা কচুরিপানা ফুল
গাছে গাছে ঝুলছে কত আম-পেয়ারা-কুল।
দোয়েল-ফিঙে-ময়না টিয়ে মিষ্টি সুরে ডাকে
বুলবুলি বউ উঁকি মারে পাতার ফাঁকে ফাঁকে।
মাঠের পাশে ছোট্টো ঘরে থাকতো দাদু ঠামি
ঘুমিয়ে আছে তারার দেশে এখন একা আমি।