দূষণভরা এই পৃথিবী
জয়শ্রী কর
দূষণক্লিষ্ট এই পৃথিবী
শুদ্ধ বাতাস চাই,
কোথায় গেলে নিরাপদে
মিলবে বাঁচার ঠাঁই।
ধুঁকছে মানুষ পশু-পাখি
নাই যে চোখে ঘুম,
গোলাগুলির শব্দ বিকট
আগ্রাসনের ধুম।
জুলুমবাজি চলছে শুধু
প্রতিবাদ নেই, নেই,
নির্বিচারে চলছে ছেদন
হারিয়ে ফেলে খেই।
কেউ ভাবে না কারুর কথা
করবে কোথায় বাস,
আকাশকুসুম স্বপ্ন নিয়ে
কাটায় বারোমাস ।
বৃক্ষ কেটে অট্টালিকা
রাস্তা-চলা দায়,
লাগামছাড়া গাড়ির গতি
পড়বে এসে গা'য়।
© জয়শ্রী কর